বাংলা৭১নিউজ ডেস্ক: আগামী ২৬ নভেম্বর ২০১৭ ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে ‘বৈশ্বিক কুরআন’ শীর্ষক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের নবীন ও প্রবীন আলেম, বিশ্ববিদ্যালয়ের সনামধন্য শিক্ষা কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ এ ‘বৈশ্বিক কুরআন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রণ করবেন।
ইয়ামেন কুরআনিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বৈশ্বিক কুরআন’ সম্মেলন।
‘বৈশ্বিক কুরআন’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেয়ার কথা রয়েছে, প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব মুহাম্মদ এনায়েত উল্লাহ, সাইয়্যেদ আব্দুল্লাহ তারেক ও সাইয়্যেদ তারেক নাদভী।
উল্লেখ্য যে, গত বছর (২০১৬) এ সম্মেলন অনুষ্ঠিত না হলেও ২০১৫ সালে ‘বৈশ্বিক কুরআন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বাংলা৭১নিউজ/সিএইস