সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক র‌্যাবপ্রধান হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদেশি ছাড়াই একাদশ, টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী বাংলাদেশ-পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের পুনর্বাসন চায় ব্যবসায়ীরা পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আহত স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে কোটি টাকা লুট সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত বান্দুরা শাখার উদ্বোধন অবৈধ সম্পদের মামলায় আসামি স্ত্রীসহ সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল পূবালী ব্যাংকের খামারবাড়ি শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ উদ্বোধন গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবে: ট্রাম্প গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিএফআইইউর মাসুদ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ অধিকারের জন্য আর কাউকে যেন জীবন দিতে না হয়: আবু সাঈদের মা গোপালগঞ্জে অপহরণচক্রের ৫ সদস্য আটক ‘অভ্যুত্থানে নিহতরা কৃষকের সন্তান, তবুও আলোচনায় নেই কৃষকরা’ ড. ইউনূসের বেইজিং সফর নিয়ে তাড়াহুড়ো করতে চায় না সরকার হঠাৎ বেঁকে গেছে লাইন, রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী ইবতেদায়ি শিক্ষকদের পাশে দাঁড়ালেন হাসনাত

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) কাছে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’,‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’ ইত্যাদি স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সমাবেশে ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি বলেন, “নাজমাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং এরপর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে যেন কোনো নতজানু পররাষ্ট্রনীতি না অনুসরণ করা হয়, তার দাবি জানাচ্ছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কেবল ভারতেই সম্ভব। যে দেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, নারীদের নিরাপত্তা দিতে পারে না, মসজিদ ভেঙে মন্দির তৈরি করে; সেই দেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে।”

সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষ এ হত্যাকাণ্ডের বিচার চায়। এর আগে আওয়ামী লীগ সরকার আমাদের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি নাজমা হত্যাকাণ্ডের বিচারে পদক্ষেপ না নেন, তাহলে জনগণ কিন্তু সেটা মেনে নেবে না।” 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য তারিকুল ইসলাম বলেন, “ভারতের হাতে বাংলাদেশি খুন কোনো নতুন ঘটনা নয়। ভারত বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে একের পর এক খুন করেই গেছে। অসংখ্য প্রতিবন্ধকতা তৈরি করে তারা এ দেশকে করদরাজ্য বানিয়ে রেখেছিল। গত ৫৪ বছরে ভারতের আধিপত্যের কারণে যত খুন হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিত করতে হবে।”

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, “ভারত বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখাতে চেয়েছে। তারা বাংলাদেশের মানুষকে নিয়ে ভারতে ঘৃণা উৎপাদন করেছে। এই হত্যাকাণ্ড তারই ফল। ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেনি।” 

তিনি ভারতের জনগণের উদ্দেশে বলেন, “আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আপনারা দেখেন, কীভাবে বর্ডারে আমাদের ভাইকে হত্যা করা হচ্ছে, আমাদের ওপরে কেমন আধিপত্য চালাচ্ছে।”

যতদিন বাংলাদেশ সফল রাষ্ট্র না হবে, রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আরিফ সোহেল।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com