বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার বাগআচড়া পশুর হাট এলাকা থেকে আজ বুধবার সকালে ১০ টি জেবরা জব্দ করেছে ডিবি পুলিশ। জেবরা গুলো কাঠের বাক্সে করে ভারতে পাচার করা হচ্ছিল।
যশোর ডিবি পুলিশের ওসি মুনিরুজ্জামান জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক জেবরা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল শার্শা উপজেলার বাগআচড়া পশুর হাটে অভিযান চালিয়ে ১০ টি জেবরা আটক করে। তবে একটি জেবরা মারা যায়।
উদ্ধারকৃত জেবরা গুলো ভারতে পাচারের ঢাকা থেকে ট্রাক যোগে বাগআচড়া বাজারে আনা হয়। জেবরা গুলো যশোর ডিবি অফিসে নেয়ার পর সেগুলো বন বিভাগ অথবা চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
বাংলা৭১নিউজ/জেএস