ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন মারা গেছে। মৃতদের মধ্যে চারজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ। আহত হয়েছেন আরও সাতজন।
উত্তর প্রদেশের গন্ডা জেলার টিকরি গ্রামে গেলো রাতে একটি পরিবার রান্না করার সময় এ বিস্ফোরণ হয়। এতে লাগোয়া দুটি বাড়ির ছাদ ধসে পড়লে চাপা পড়ে বাড়ির ১৫ সদস্য। উদ্ধারের পর সাতজনকে মৃত ঘোষণা করা হয়।
আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো একজন ধ্বংসস্তুপে আটকা থাকায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।সূত্র: খবর এনডিটিভি
বাংলা৭১নিউজ/এসএফ