বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের পাঞ্জাব রাজ্যের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বেশকিছু হলুদ রঙের বেলুন এসে পড়ার পর এগুলো কোত্থেকে এসেছে তার অনুসন্ধানে নেমেছে পুলিশ।
বেলুনগুলোতে উর্দুতে লেখা কিছু বার্তা আটকে দেয়া আছে- যাতে কাশ্মীর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতকে হুমকি দেয়া হয়েছে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর বীরত্বের কথা জাহির করা হয়েছে।
সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তান থেকেই এই বেলুনগুলো পাঠানো হয়েছে।
রিপোর্টে বলা হয়, ফিরোজপুরের সীমান্তের কাছে একটি বেলুন এসে পড়েছে – যাতে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেলুনে লেখা: “মোদিজি, আইয়ুবির তলোয়ার এখনোআমাদের সাথেই আছে। ইসলাম জিন্দাবাদ।”
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, বেশির ভাগ বেলুনেই ভারতের নিরাপত্তা বাহিনী এবং মহিলাদের নামে ‘অশ্লীল কথাবার্তা’ লেখা আছে।
দিনানগরের পুলিশ জানাচ্ছে, সেখানে পাওয়া একটি বেলুন-বার্তায় বলা হয় “কাশ্মীরই শেষ পর্যন্ত ভারতের ধ্বংস ডেকে আনবে।”
একটি বার্তায় লেখা: পাকিস্তানের সেনাদের বীরত্বের ব্যাপারে মি. মোদি যেন সাবধান থাকেন।
গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে একটি সেনা ক্যাম্পে এক জঙ্গী আক্রমণে ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। তার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।
দশ দিন আগে উর্দুতে লেখা বার্তা বহনকারী একটি কবুতর ভারতে উড়ে এলে পুলিশ তাকে আটক করে। কর্তৃপক্ষ বলছে, কবুতরটি পাকিস্তান থেকেই এসেছিল।
বিএএফের কর্মকর্তাদের উদ্ধুত করে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, তারা বিষয়টি গুরুত্বে সাথে নিচ্ছেন -কারণ এই বেলুন গুলোতে নোংরা কথাবার্তা লেখা আছে।
বাংলা৭১নিউজ/সূত্র:বিবিসি