ভারতের বেঙ্গালুরুতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা ‘উইস্ট্রন করপোরেশন’ এর কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগে শনিবার (১২ ডিসেম্বর) প্রায় ২ হাজার কর্মী কারখানাটিতে হামলা চালান।
বেঙ্গালুরুর নারাসাপুরায় সংস্থার এ কারখানা অবস্থিত। ৪৩ একর জমির ওপর গড়ে ওঠা কারখানায় প্রায় ১০ হাজার কর্মী কাজ করেন। এখানে অ্যাপলের স্মার্টফোন ছাড়াও বায়োটেক ডিভাইস তৈরি হয়।
পুলিশ সূত্রের বরাতে বলা হয়েছে, নাইট শিফট শেষ করার পর প্রায় ২ হাজার কর্মী হামলা চালান। সব কিছু ভেঙে তছনছ করে দেন তারা। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে। এ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হননি কেউ।
বেতন নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ যে পরিমাণ বেতনের কথা বলেছিল, তার তুলনায় অনেক কম দেওয়া হচ্ছে। এক জন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কর্মীকে প্রতি মাসে ২১ হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু তাকে দেওয়া হচ্ছে ১৬ হাজার টাকা। কাউকে আবার ১২ হাজার টাকাও দেওয়া হয়েছে। অন্য দিকে, নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট কর্মীদের বেতন কমিয়ে ৮ হাজার টাকা দেওয়া হচ্ছে বলে দাবি কর্মীদের।
বেতন জটিলতা নিয়ে অনেকদিন থেকেই কর্মীদের মধ্যে হতাশা এবং চাপা ক্ষোভ বিরাজ করছিল। শনিবার তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে জানান এক কর্মী। এদিন কাজ শেষ করেই সংস্থার বেশ কয়েকটি দফতরে হামলা চালান কর্মীরা।
বাংলা৭১নিউজিএবি