বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধি: ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে সিলেটে তিনি আরও বলেন, ভারতে যে অস্থিরতা চলছে, তা নিয়ে বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, ভারত এমন কিছু করবে না, যাতে মানুষের দুঃচিন্তা বাড়ে। তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। আমরা আশা করি, ভারত যদি ভালো থাকে, আমরাও ভালো থাকি। ভারতের যদি উন্নত হয়, আমাদেরও উন্নয়ন হয়। আমাদের বিজয়ের আনন্দ, ভারতেরও বিজয়ের আনন্দ।
বাংলা৭১নিউজ/আরএ