রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু

ভারতের যেসব খাতে হামলার টার্গেট করেছে বাংলাদেশি হ্যাকাররা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

ভারতের বিভিন্ন খাতের ওয়েব সার্ভারে গত বছর থেকে বাংলাদেশি হ্যাকাররা হামলা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি সোমবার (৭ আগস্ট) দাবি করেছে, এক প্রতিবেদনে উঠে এসেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামের হ্যাকিং গ্রুপটি ২০২২ সালের জুন থেকে এখন পর্যন্ত একাধিক ডিস্ট্রিবিউটেড ডিনাইল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে।

এই গ্রুপটি ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে ভারতের বিভিন্ন খাতে এসব সাইবার হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাইবার সিকিউরিটি ফার্ম গ্রুপ-আইবি জানিয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ সরকারি, আর্থিক এবং পরিবহন খাতের ওপর ৭৫০টি ডিডিওএস হামলা এবং ৭৮টি ওয়েবসাইট বিকৃতি করার প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিল হ্যাকিং গ্রুপটি। তাদের মূল লক্ষ্য এসব খাতই। 

সাইবার সিকিউরিটি ফার্মটি আরও জানিয়েছে, বাংলাদেশি এই হ্যাকিং গ্রুপটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও ২০২২ সালে ভারত, ইসরায়েলসহ অন্যান্য দেশে সাইবার হামলা চাালিয়ে সবার নজর কাড়তে সমর্থ হয়।

ফার্মটি আরও জানিয়েছে, এই হ্যাকিং গ্রুপটি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে হামলা চালানোর বদলে পুরো দেশকে টার্গেট করে। এছাড়া বড় হামলার আগে তারা ছোট হামলা চালিয়ে দুর্বলতা পরীক্ষা করে নেয়।

বাংলাদেশি এই গ্রুপটিকে একটি হ্যাকটিভিস্ট গ্রুপ হিসেবে অভিহিত করেছে এই ফার্মটি। হ্যাকটিভিস্ট হ্যাকিং গ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে কোনো অর্থ আদায় করে না। এর বদলে খ্যাতি অর্জনের জন্য তারা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করে। এতে ওই নির্দিষ্ট দেশের সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধারণা করা হয়, ডিফোরআরকেটিএসএন নামের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট এই হ্যাকিং গ্রুপের প্রতিষ্ঠাতা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুর্বলতা খুঁজে বের করে তারা হামলা চালায়। গ্রুপটি এ বছরের মে মাসে ভারতকে টার্গেট করার ঘোষণা দেয়। এরপর হামলার পরিমাণ বেড়ে যায়।

এদিকে সাইবার ফার্ম গ্রুপ-আইবি সতর্কতা দিয়েছে, এ বছর বাংলাদেশি হ্যাকিং গ্রুপ ভারতে তাদের হামলা আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যেও হামলা চালাতে পারে তারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com