বাংলা৭১নিউজ, ঢাকা: ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। বুধবার (১১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক নয়াদিল্লি সফর করেছেন। ফিরতি হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছেন।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এস