মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৫৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন না বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি। বরং বললেন, ‘‌‌এই বিষয়টি খারিজ করার আমি কে?‌’‌ এই কথার রেশ টেনে আরও বলেছেন, ‘‌শুধু বুঝি, আমি একজন পোড়খাওয়া রাজনীতিক। অনেক লড়াইয়ের পর এখন একজন অভিজ্ঞ রাজনীতিক। তাছাড়া ৭ বারের সাংসদ। দু’‌‌‌বারের বিধায়ক, পরপর দু’‌‌বারের মুখ্যমন্ত্রী। ফলে, অন্যদের অপছন্দ হয়, এমন কোনও কিছুই আমি বলতে পারি না।’‌

বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশ জুড়ে বিজেপি–‌‌বিরোধী জোটের পায়ের তলার জমি ক্রমশ শক্ত হচ্ছে। মমতাকে ঘিরেই আবর্তিত হচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস, মায়াবতীর বসপা, অখিলেশ যাদবের সপা, শারদ পাওয়ারের এনসিপি, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, কেসিআরের টিআরএস, এম কে স্ট্যালিনের ডিএমকে, তেজস্বী যাদবের আরজেডি, ওমর আবদুল্লার এনসি এবং এইচ ডি দেবগৌড়ার জেডি (‌এস)–‌‌সহ গোটা দেশের প্রতিটি কোণের রাজনৈতিক দলগুলি। লক্ষ্য একটাই, বিজেপি–‌কে ক্ষমতাচ্যুত করা। খুব স্বাভাবিক প্রশ্ন, যাঁকে ঘিরে এতগুলি দল একজোট হওয়ার কথা ভাবছে, সেই তিনি কী ভাবছেন?‌

এমনই প্রাসঙ্গিক বহু প্রশ্নের ডালি নিয়ে নবান্নে হাজির হয়েছিল ইংরেজি ম্যাগাজিন ইন্ডিয়া টুডে‌। ওই সাক্ষাৎকারে মোট ৫২টি প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে মমতা ব্যানার্জি তাঁর শৈশব, ছাত্রজীবন থেকে বর্তমান রাজনৈতিক জীবনের সংগ্রামের দিকগুলি তুলে ধরেছেন। সাক্ষাৎকারের অনেকটা অংশে সিপিএমের ৩৪ বছরের অপসাশন, রাজ্যকে ঋণগ্রস্ত করে যাওয়া, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও বিরোধী–‌‌শাসিত রাজ্যগুলোর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোভাবের কথা বলেছেন।

মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তিনি কি দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী?‌

মমতার জবাব, ‘‌আমি?‌ এটা অত্যন্ত বোকা প্রশ্ন। প্রথমত, আমার কোনও অভিপ্রায় নেই। আমি অত্যন্ত সাধারণ মানুষ। নিজের কাজ নিয়ে খুশি। কিন্তু, একটি বৃহৎ পরিবারের সদস্য হিসেবে সব্বাইকে সাহায্য করতে চাই। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পরিবর্তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে দিন।’‌

পরবর্তী প্রশ্ন এসেছিল, কিন্তু, আপনি তো সম্ভাবনার কথা খারিজও করলেন না?‌

এবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কোনও কিছু খারিজ করে দেওয়ার আমি কে?‌ আমি জানি, অনেক লড়াইয়ের পরে আমি একজন অভিজ্ঞ ও পোড়খাওয়া রাজনীতিক হয়ে উঠেছি। ৭ বার সাংসদ হয়েছি। দু’‌‌বার বিধায়ক হয়েছি। পরপর দু’‌‌বার মুখ্যমন্ত্রী হয়েছি। তাই, এমন কিছু বলব না যা অন্যদের অপছন্দ হবে।’‌

প্রশ্ন ছিল, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কাজ করে চলেছেন।

জবাবে মমতা বলেন, ‘‌এটা ওঁর ব্যাপার। যদি তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কেন নয়?‌ তবে, বিষয়টা জনগণের ওপরে নির্ভর করছে।’‌
সাক্ষাৎকারে বিজেপি–‌কে তুলোধোনা করেছেন মমতা। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অথবা বিজেপি সভাপতি অমিত শাহর নাম নেননি। অমিত শাহ বাংলা থেকে লোকসভা নির্বাচনে ২২টি আসন জেতার কথা বলেছেন। এই প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করেছেন মমতা। বলেছেন, ‘‌এটা কি ওদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে পাওয়া রিপোর্ট?‌ আমরা ভয় পাই না। আমরা লড়াই করে জিতব।’‌

প্রশ্ন, আরএসএস এবং আইএসআইএস–‌‌কে একই মঞ্চে বসাবেন?‌

জবাব, ‌‘‌আরএসএসের কয়েকজনকে আমি শ্রদ্ধা করি। কিন্তু, যারা মানুষকে পিটিয়ে মারছে, মিথ্যা প্রচার চালাচ্ছে, আমি তাদের সম্মান করি না। তারা সংখ্যালঘু ও হিন্দু দলিতদের ওপরেও অত্যাচার চালাচ্ছে। ওদের আচরণ সুপার গডের মতো।’‌সম্প্রতি নাগপুরে আরএসএসের সদর দপ্তরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির যাওয়া ও সেখানে ভাষণ দেওয়া সম্পর্কে মুখ্যমন্ত্রীর মত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না। আমি সত্যিই বিরক্ত।‌’

 

আগে যে তিনি এনডিএ শরিক ছিলেন, সে সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‌ওটা শুধুমাত্র অটলজির কারণে। উনি ধর্মনিরপেক্ষ মানুষ। আমরা ওঁর সঙ্গে কাজ করে খুশি ছিলাম। অটলজির মতো আরও কয়েকজনকে আমি শ্রদ্ধা করি। রাজনাথ সিং, সুষমা স্বরাজ এবং অন্যরা।’‌
মোদি ও অটলবিহারীর মধ্যে তুলনা?‌ জবাব, ‘‌অটলজি‌র বিকল্প নেই।’‌

এবার প্রশ্ন, অতীতের মতো কোনও এনডিএ সরকার গঠনে সমর্থন দেবেন?‌

আরও স্পষ্ট জবাব, ‘‌যারা হিংসার কারণ তাদের আমি সমর্থন করব না। আমরা শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতি, দেশের ঐক্য ও দেশবাসীর জন্য অর্থনৈতিক অ্যাজেন্ডা নিয়ে কাজেই সমর্থন দেব।’‌ তিনি জানিয়ে দেন, বিজেপি এখন ক্রমশ শক্তি হারাবে।

২০১৯–‌‌কে সামনে রেখে বিরোধী জোট সম্পর্কে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‌‘‌বিরোধী জোটের ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে তাদের লড়তে দেওয়া হবে। যেখানে আঞ্চলিক দলগুলি শক্তিশালী, তাদের সেখানে লড়া উচিত।‌’‌

তবে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি মমতা। শুধু বলেছেন, ‌‘‌ওঁর বাবা ‌রাজীবজি, মা সোনিয়াজি সম্পর্কে যা বলতে পারি, রাহুল সম্পর্কে তা বলতে পারি না। কারণ তিনি বয়সে অত্যন্ত ছোট।’‌

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‌‘‌এয়ার ইন্ডিয়ায় বিলগ্নিকরণ আমি সমর্থন করি না। আপনার বাড়িতে দারিদ্র‌্য এলে আপনি কি সবকিছু বিক্রি করে দেবেন?‌ ছেলে, মেয়ে, বউ, বাবা–‌‌মা সব?‌’‌ প্রশ্ন ছিল ভাইপো অভিষেকের রাজনীতিতে আসা নিয়েও। মুখ্যমন্ত্রীর জবাব, ‌‘তৃণমূলে ৪৭ জন সাংসদের মধ্যে অভিষেক একজন। আমার পরিবারের মাত্র একজনই রাজনীতিতে এসেছেন। আমি চাই, যুবরা আরও বেশি রাজনীতিতে আসুক। দলের প্রত্যেক সাংসদ ও বিধায়ককে বলেছি, তাঁদের ছেলে–‌‌মেয়ে ও আত্মীয়দের যেন রাজনীতিতে নিয়ে আসেন।’‌

দলে একনায়কতন্ত্র চলছে বলে অনেকের অভিযোগ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‌‘‌কোন দলে এক নেতা নেই বলুন তো ?‌ বিজেপি‌–‌তে মোদিজি। কংগ্রেসে সোনিয়া গান্ধী নেত্রী ছিলেন। এখন অন্য কেউ সভাপতি হয়েছেন। এনসিপি–‌‌তে শারদ পাওয়ার। ডিএমকে–‌‌তে স্ট্যালিন। সপা-‌তে মুলায়ম সিংয়ের ছেলে অখিলেশ যাদব। বিএসপি–‌‌র মায়াবতী। আমার দলেও যতক্ষণ মানুষ আমার প্রতি বিশ্বাস রাখবে, আমি চেয়ারপার্সন থাকব।’‌

নিন্দুকদের জবাব দিয়ে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‌‘‌তৃণমূলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রজন্ম তৈরি আছে। এটা কারও একার দল নয়। সকলের দল।‌’‌‌‌‌

বাংলা৭১নিউজ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com