বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: ভারতের শিশুশোধনাগারে ১৮ থেকে ২৩ মাস মেয়াদে আটক থাকার পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরেছে চার শিশু-কিশোর।
আজ বুধবার সকালে সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শিশু-কিশোরগুলিকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ইমিগ্রেশন পুলিশ শিশু গুলোকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করে।
হিলি ইমিগ্রেশন পুলিশ জানান, হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় পুলিশ বাংলাদেশী চার শিশু-কিশোরকে আটক করে আদালতে প্রেরন করে। আদালত তাদের বয়স কম হওয়ার কারনে ভারতের দক্ষিন দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন।
সেখানে শিশু-কিশোরগুলো ১৮ থেকে ২৩ মাস ধরে আটক ছিলো। পরে দুদেশের উচ্চ পর্যায়ের চিঠি আদান প্রদানের পর আজ তাদের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরত আসা শিশু-কিশোররা হলো, নওগাঁর ইমন ইসলাম, সাগর হোসেন, দিনাজপুরের রাশিদুল ইসলাম ও ঝিনাইদহের শাহ জামাল।
এদিকে ভারতের শিশুহোম কতৃপক্ষ জানান, সেখানে এখনো আরো ২৪ জন বাংলাদেশী শিশু-কিশোর আটক রয়েছে। পর্যায়ক্রমে শিশু-কিশোরগুলোকে তাদের বাংলাদেশে ফেরত দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস