মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪ মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবক নিহত স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, থাকছে না মুক্তিযোদ্ধার নাতি কোটা বিস্ফোরণের শব্দে আতঙ্কে থাকে টেকনাফের মানুষ যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ১, আহত ১৬ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত ৬৪ পুলিশ কর্মকর্তাকে বদলি-প্রত্যাহার তারেক রহমানের জন্মদিনে এবার অনুষ্ঠান করবে না বিএনপি ভুল বোঝাবুঝি আর বাজে শট, হঠাৎ নাই ৪ উইকেট জিএম কা‌দের, চুন্নু, আ‌নিসসহ ৬৫ জনকে আসামি করে মামলা সিস্টেম পরিবর্তন না করেও কার্যকর নির্বাচন সম্ভব ‘চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ’ দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমদানি নির্ভরতা থেকে বের হতে হবে এবার আন্দোলনের হুমকি দিলেন আবাসন ব্যবসায়ীরা ১০০০ প্রজাতির উদ্ভিদের লাল তালিকা করেছে সরকার ছেলে-মেয়ে-স্ত্রীসহ সাবেক এমপি বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই মাইলফলকে মিরাজ, ব্যাটিংয়ে বাংলাদেশ ৫২ ঘণ্টা পর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ভারতের কাছ থেকে ৯১ বিঘা জমি উদ্ধার, এলাকাবাসীর উচ্ছ্বাস

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতের দখলে থাকা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার জগদল ও বালিয়াডাঙ্গী বেউরঝাড়ি সীমান্তের ৯১ বিঘা জমি ৭০ বছর পর উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা জমিতে সাদা পতাকা (নিশানা) টাঙিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এতথ্য নিশ্চিত করেছে ।

সরকারের খাস খতিয়ানভুক্ত ৯১ বিঘা জমিতে প্রবেশের অধিকার ফিরে পাওয়ায় সীমান্তবর্তী মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। জমিগুলো উদ্ধারে প্রায় এক মাস আগে কাজ শুরু করে বিজিবি।

বিজিবি জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর সুচারু পরিকল্পনা এবং সময়োপযোগী উদ্যোগে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সাধন করে তারা।

সেই হিসাবে অধীনস্থ রাণীশংকৈল উপজেলার জগদল এবং বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারতের সার্ভে বিভাগের যৌথ জরিপের মাধ্যমে ভারতের দখলে থাকা জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১৫ বিঘা জমি এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ৭৬ বিঘা জমি (মোট  ৯১ বিঘা) উদ্ধার করা হয়। বাংলাদেশের অনুকূলে প্রাপ্ত জমির মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান ও ৩ বিঘা নদীর চর রয়েছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে পূর্ব থেকেই নিশ্চিত ছিলো জমিগুলো বাংলাদেশের। বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে জমিগুলো বাংলাদেশের বলে বিজিবির পক্ষ হতে জোরালো দাবি উপস্থাপন করা হয়। পরে বিজিবির পক্ষ হতে আরও বলা হয় যে, বিষয়টি নিষ্পত্তির জন্য সার্ভেয়ারের মাধ্যমে যৌথ জরিপের প্রয়োজনীয়তা রয়েছে।

উল্লিখিত ঘটনার প্রেক্ষিতে গত ৬ ও ৭ মার্চ  বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী জরিপ ও চার্জ অফিসার এবং ভারতীয় সার্ভে বিভাগের সহকারী চার্জ অফিসারের সমন্বয়ে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ জগদল এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমানা নির্ধারণের লক্ষ্যে যৌথ জরিপ ও পরিদর্শন অনুষ্ঠিত হয়।

সেই কার্যক্রমের অংশ হিসেবে গত ৬ মার্চ জগদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ১৫ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায় এবং প্রায় ৭ দশমিক ৫ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়। এরপর গত ৭ মার্চ বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রায় ৭৬ বিঘা ভারতের দখলে থাকা জমি বাংলাদেশের অনুকূলে পাওয়া যায়। অপরদিকে প্রায় ১৬ বিঘা বাংলাদেশের দখলে থাকা জমি ভারত পায়।

প্রসঙ্গত, উক্ত জরিপে বাংলাদেশের প্রাপ্ত জমির পরিমান ৯১ বিঘা এবং ভারতের প্রাপ্ত জমির পরিমান ২৩ দশমিক ৫ বিঘা।

বাংলাদেশ ও ভারতের সার্ভে বিভাগের যৌথ জরিপের মাধ্যমে প্রাপ্ত বাংলাদেশি জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের লক্ষ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর পক্ষ হতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‌আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে এই জমিগুলো বাংলাদেশের এবং জগদল ও বেউরঝাড়ি সীমান্তের কিছু অংশ বাংলাদেশের জমি হিসাবে আমরা ধারণা করি। তারই প্রেক্ষিতে আমরা ভারতের সঙ্গে কথা বলি এবং জরিপ করার জন্য আহ্বান জানাই। তাদেরকে আমরা অনুরোধ করি তারা যেন প্রকৃতপক্ষেই জমির মাপের কাজটি করা হয়। বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের যৌথ জরিপের মাধ্যমে আমরা এই জমিগুলো পেয়েছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com