বাংলা৭১নিউজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় হ্যাপি গোল্ড ৩০ বোতল মদ উদ্ধার করেছে বালারহাট বিজিবি সদস্যরা।
শনিবার রাত তিন টার সময় বালারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার নুর-ই আলমের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ৯৩৬ এর মেইন পিলার হতে একশত গজ দুরে মাদক চোরাকারবারীকে ধাওয়া করেলে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে মাদক গুলো ক্যাম্পে নিয়ে আসা হয়। যাহার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
এব্যাপারে বালারহাট ক্যাম্পের হাবিলদার নুর-ই আলম জানান, উদ্ধার কৃত মাদক গুলো কাষ্টমর্সে জমা দেয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস