বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ঢাকায় ৩ দিনের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ শনিবার সকালে ২৩ সদস্যের ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল এসেছে বাংলাদেশে।
ভারতের পেট্রাপোল ও বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রতিনিধি দলটি বেনাপোল থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
দলের টিম ম্যানেজার রয়েছেন এস ককে গুপ্তা। কোচ হিসেবে আছেন ইয়োগেষ সিন্দি।
টি টয়েন্টি খেরায় জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে দলের ম্যানেজার এস ককে গুপ্তা বলেন, বাংলাদেশি প্রতিবন্ধী ক্রিকেট দলের আমন্ত্রণে আমরা বাংলাদেমে এসেছি। সব ধরনের প্র¯তুতি তাদের রয়েছে। আগামী ২২,২৩ ও ২৪ এপ্রিল তিনটি ম্যাচ ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে দলটি বেনাপোল দিয়েই ভারতে ফিরে যাবেন।
এ ধরনের সোহার্দ্যপূর্ণ ক্রিকেট ম্যাচ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক্যকে আরো জোরদার করবে বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/জেএস