বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: ভারতীয় পন্যবাহী ট্রাক পন্য খালাস (আনলোড) করে হিলি সীমান্ত চেকপোষ্ট গেট দিয়ে ভারতে ফেরত যাওয়ার পথে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়।
এদিকে এই দুর্ঘটনার কারনে ভারতীয় ট্রাক এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০ টার দিকে হিলি চেকপোষ্ট রোডে শুল্ক গুদামের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
আটক ভারতীয় ট্রাক নং-ডই-২৩/ ই-৭১৮৭ , আটক চালক রাহুল সরকার, সে ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার ফইজুল সরকারের ছেলে এবং একই এলাকার আনছার আলীর ছেলে হেলপার সাদ্দাম হোসেন।
ভারত থেকে আমদানি যোগ্য পন্য নিয়ে আসা ট্রাকগুলো পন্য খালাস করে প্রতিদিনের ন্যায় সকালে হিলি চেকপোষ্ট দিয়ে ভারতে ফিরে যাওয়ার পথে আজ এই দুর্ঘটনাটি ঘটে।
বাংলা৭১নিউজ/জেএস