বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে খায়রুল নামের এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
এ সময় তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনে থেকে ভারতের ওই নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সে ভারত থেকে চোরাই পথে অস্ত্র এনে বাংলাদেশে বিক্রি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরো বলেন, তার সহযোগী হিসেবে কারা আছেন বা সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এম