মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
‘পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ’ বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না অবশেষে পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা করবে সরকার এবার ভারতে দুই শিশুর শরীরে মিললো এইচএমপিভি চারদিনে রেমিট্যান্স এলো ২৭৬৫ কোটি টাকা বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫ সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক ঘরে ফিরেই জ্বলে উঠেছে সিলেট বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা ডিজিটাল কোর্ট করে দেননি কেন? পলককে বিচারকের প্রশ্ন কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ভারতকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

দেড়শর বেশি রান পুঁজি থাকলেও লড়াই করতে পারেনি ভারত। পেসার যাসপ্রীত বুমরাহর ইনজুরি ভালোভাবেই টের পেয়েছে দেশটি।  চার উইকেট হারালেও জয়ে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে।

পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফাইনালে ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন অজিদের সামনে ১৬২ রানের লক্ষ্য দিতে পারে ভারত। তাড়া করেতে নেমে স্বাগতিক শিবির ২৭ ওভারে এই লক্ষ্যে পৌঁছে যায়। ৬ উইকেটের বড় জয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাষ্কার ট্রফির স্বাদ পায় অজিরা। 

বেউ ওয়েবস্টার ৩৯ ও ট্রাভিস হেড ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্যাম কনস্টাস-উসমান খাজা ভালো শুরু এনে দিয়েছিলেন। দুজনের জুটি থেকে আসে ৩৯ রান। কনস্টাস ২২ রানে আউট হতেই কিছুটা ছন্দ হারায় অস্ট্রেলিয়া। 

ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মার্নাস লাবুশানে। ৬ রানে ফেরেন তিনি। একই হাল স্টিভেন স্মিথের। তার ব্যাট থেকে আসে ৪ রান। এক প্রান্তে খাজা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তবে ৪১ রানের বেশি করতে পারেননি। এরপর হেড-ওয়েবস্টার ম্যাচ শেষ করে আসেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এর আগে ৬ উইকেটে ১৪১ রানে দিন শুরু করে ভারত। তৃতীয় দিন সকালে মাত্র ১৬ রান যোগ করতে পারে যাসপ্রীত বুমরাহর দল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেলে ভারতের ইনিংস কার্যত শেষ হয়ে যায়। জাদেজা ১৩ সুন্দর ১২ রান করেন। 

ব্যাক ইনজুরিতে ভুগতে থাকা বুমরাহ ব্যাটিংয়ে নামেন শেষ ব্যাটার হিসেবে। শূন্য রানে তার আউটের মাধ্যমেই ভারতের ইনিংসের সমাপ্তি ঘটে। দ্বিতীয় দিন ৩৩ বলে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ঋষভ পান্থ। অস্ট্রেলিয়ার হয়ে একাই ৬ উইকেট নেন স্কট বোল্যান্ড। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। 

ব্যাটিং করলেও বুমরাহ দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। মাঠে ফিরে শ্যাডো করলেও বল হাতে দেখা যায়নি। ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন বুমরাহ। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com