আজ সোমবার (১৭ জুলাই) ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে প্রথম ভোট হচ্ছে। এতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে।
এ পৌরসভার ৯টি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটারদের সরব উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। তবে প্রায় সব কেন্দ্রেই ভুয়া এজেন্টসহ বিভিন্ন লোকজন কেন্দ্রে ঢুকে ভোটারদের নানাভাবে প্রবাহিত করছে।
২০১৫ সালে পৌরসভা গঠনের পর এবারই প্রথম ভোট হচ্ছে। দীর্ঘ ৮ বছর প্রশাসক দিয়ে চলেছে ভান্ডারিয়া পৌরসভার কার্যক্রম। এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিরর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি