পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দেওয়া উপজেলা চেয়ারম্যানকে ছাড় দেবে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শেষে কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আহসান হাবিব খান।
একজন চেয়ারম্যানপ্রার্থী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে সাংবাদিকদের টাঙিয়ে পেটানোর হুমকি দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অভিযোগটা রোববার (১৬ জুলাই) রাতেই এসেছে। অভিযোগের বিষয়ে সবাইকে অবহিত করেছি। আগে ভোটটা শেষ হোক। কারণ ওইটা যদি লকডাউন হয়ে যায়, তাহলে আমি ভোটের দিকে মনোযোগ দিতে পারবো না। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘এ বিষয়টা আমরা কমিশনে আলোচনা করবো। সেই চেয়ারম্যারের ঔদ্ধত্যমূলক আচরণ করেছে। আমাকে আঘাতপ্রাপ্ত করেছে। আমাদের কমিশনের সবাই মিলে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেবো, তবে ভোটের পরে।’
এর আগে রোববার রাত ৯টায় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল রহমান খলিফার অফিসে স্থানীয় সাংবাদিককে নির্বাচন কর্মকর্তার চত্বরে দেখলে টাঙিয়ে পেটানোর হুমকি দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিরাজুল ইসলাম মিরাজ।
জানা গেছে, রোববার রাত ৯টায় ভান্ডারিয়া উপজেলা রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে ঢাকা থেকে আসা নির্বাচন কমিশন বিটে কর্মরত ১০-১২ জন সাংবাদিকের সঙ্গে মতবিনিময় করছিলেন। এসময় সেখানে আকস্মিকভাবে প্রবেশ করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। তিনি সেখানে আগে থেকে থাকা ভান্ডারিয়া উপজেলার ইত্তেফাক প্রতিনিধি সঙ্করকে দেখে এ হুমকি দেন।
মিরাজুল ইসলাম মিরাজ সঙ্করকে উদ্দেশ্য করে বলেন, তোকে সারাদিন বেশ কয়েকবার এ কার্যালয়ে ঘুরতে দেখছি, তোর এখানে কাজ কী? আবার যদি তোকে এখানে দেখি তাহলে উপজেলা চত্বরে টাঙিয়ে পেটাবো। এ কথা বলার পর সঙ্করকে ওই অফিস থেকে চেয়ারম্যানের সঙ্গে আসা দুজন জোর করে বের করে দেন। রিটার্নিং অফিসার হতাশ ও বিব্রত হয়ে পড়েন। উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে যান। ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। উপজেলা চত্বরেই অবস্থিত উপজেলা নির্বাচন অফিস।
এ ব্যাপারে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা উপস্থিত সাংবাদিকদের বলেন, উনি এ ধরনের আচরণ করবেন আমি বুঝতে পারিনি। এটা একেবারেই অপ্রত্যাশিত। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবো।
এ বিষয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তিনি এ ধরনের আচরণ করতে পারেন না। এটি সুস্পষ্ট আচরণ বিধিলঙ্ঘন।
বাংলা৭১নিউজ/এসএইচবি