সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’ কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের অভিযান বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি অবৈধ টিভি চ্যানেলের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একত্রে কাজ করবে বাংলাদেশ-ইতালি স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন আনসার সদস্য সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০৩ সিলেটে সাত সকালে কালবৈশাখীর তাণ্ডব

ভাঙ্গুড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

পাবনা প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১৯ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে নৌকার প্রার্থী নুরুন নবী মন্ডল ও বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেন মিঠুর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এছাড়া দুটি মোটরসাইকেলসহ উভয় পক্ষের নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়েছে। ভাঙ্গা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন।

জানা যায়, শুক্রবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মিঠুর পোস্টার ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে ইউনিয়নের দোহারী গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় প্রার্থীর সমর্থকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে নৌকার প্রার্থী নুরুন নবী মন্ডল বলেন, বিদ্রোহী প্রার্থী সর্মথকরা আগ্রাসী মনোভাব নিয়ে আমার লোকজনকে মারধর করেছে। আমরা তার পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছি। তাদের মারধরে আমাদের অনেক লোক আহত হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন মিঠু বলেন, নৌকার প্রার্থী যুবলীগ নেতা হওয়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। তার সমর্থকরা আমার লোকজনকে প্রচারণায় বের হতে দিচ্ছে না। পোস্টার লাগাতে দিচ্ছে না। নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ওঁৎ পেতে রয়েছে আমার লোকজনকে মারধর করার জন্য।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনা শুরুর পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ওই এলাকায় রয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ রাখা হয়েছে। এছাড়া পুলিশের একটি বিশেষ টিম ইউনিয়নের সার্বিক এলাকা টহল ও পর্যবেক্ষণ করছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com