খাদ্য মন্ত্রণালয় বেসরকারিভাবে আরও ৩৫টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টন ভাঙা চাল আমদানির অনুমতি দিয়েছে। এর আগে গত ১৭ মার্চ ১৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টন ভাঙা চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। ফলে এখন পর্যন্ত মোট ৪৮টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টন ভাঙা চাল আমদানির অনুমতি দিল সরকার।
নতুন করে অনুমতির একটি চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারিভাবে আরও ৩৫টি প্রতিষ্ঠানকে নতুন করে ৫৩ হাজার টন ভাঙা চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছে।’
শর্তে বলা হয়েছে, ‘আগামী ৩০ মার্চের মধ্যে এলসি খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।
এ ছাড়া বরাদ্দে অতিরিক্ত আইপি (ইম্পোর্ট পারমিট) জারি বা ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করে বাজারজাত করা যাবে না। প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে।’
বাংলা৭১নিউজ/এমকে