বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির দুই সন্তান। তাদের কন্যা সারা আলী খান এরই মধ্যে বলিউডে পা রেখে নজর কেড়েছেন। আর পুত্র ইব্রাহিম আলী খান বলিউডে অভিষেকের অপেক্ষায়।
গুঞ্জন রয়েছে, সরেজমিন সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে ইব্রাহিম আলী খানের। যদিও আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা পাওয়া যায়নি। তবে ইব্রাহিমের বোন সারা আলী খান সিনেমাটিতে ইব্রাহিমের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ভাইয়ের পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।
‘সরেজমিন’ সিনেমায় অভিনয় করছেন ইব্রাহিম আলী খান। এটি পরিচালনা করছেন বোমান ইরানি। এসব তথ্য উল্লেখ করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সারা আলী খান বলেন, ‘‘সরেজমিন’ সে ধরনের সিনেমা নয়। প্রচলিত অভিষেক চায়নি ইব্রাহিম আর এ বিষয়ে সে অটল ছিল। এটি অন্যরকম একটি অভিষেক হতে যাচ্ছে। আর এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত ছিল ইব্রাহিম।’’
আপনি আপনার ভাইয়ের জন্য উদাহরণ তৈরি করতে চান? জবাবে সারা আলী খান বলেন, ‘না, আমি কোনো উদাহরণ তৈরি করতে চাই না। আমার ভাই খুবই বুদ্ধিমান। তার জীবন, তার ভাগ্য এবং তার মেধা। আমরা একইভাবে বেড়ে উঠেছি। সুতরাং আমি জানি, সে ভুল কিছু গ্রহণ করবে না। দৌড়ে আপনি কতদূর গেলেন তা বিষয় নয়। কারণ আপনাকে আপনার কাছেই ফিরে আসতে হবে— এ কথা মা (অমৃতা সিং) আমাদের বলেছেন।’
ইব্রাহিম আলী খানকে পরামর্শ দিয়ে সারা আলী খান বলেন, ‘আমার বিশ্বাস, ইব্রাহিম তার ব্যক্তিগত জীবন ও কাজের মাঝে ভারসাম্য বজায় রাখবে। সে তার মূল্যবোধে অটল থাকবে। সে এখনো শিশুর মতো।’
বলিউডে অভিষেক না হলেও ব্যক্তিগত কারণে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন ইব্রাহিম আলী খান। বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে নাম জড়িয়েছে তার। মূলত, বিভিন্ন পার্টিতে মাঝে মাঝে একসঙ্গে দেখা যায় এ জুটিকে।
বাংলা৭১নিউজ/এসএইচ