নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোনো হত্যাকাণ্ড ঘটলে, সেই মামলায় বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘১ নম্বর আসামি’ করার হুমকি দিয়েছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।
শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টায় নিজের আইডিতে এই স্ট্যাটাস দিয়ে মুছে দিলেও শনিবার (২৬ জুন) সকাল ৮টায় পেজে আবারও পোস্ট করেন কাদের মির্জা।
স্ট্যাটাসে কাদের মির্জা লিখেন, ‘কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয় তাহলে এক নম্বরে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নম্বরে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নম্বরে একরাম চৌধুরী, চার নম্বরে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ছয় নম্বরে নোয়াখালীর ডিসি, সাত নম্বরে নোয়াখালীর এসপি, আট নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, নয় নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নাম্বারে কোম্পানীগঞ্জের ইউএনও, এগারো নাম্বারে কোম্পানীগঞ্জের এসিল্যান্ডকে আসামি করা হবে, তার পরে অন্যান্যদেরকে।’
এদিকে মুছে ফেলা রাতের স্ট্যাটাসে ৫১ মিনিটে এক হাজার ৩০০ লাইক, ৪৭৭ কমেন্ট ও ৮৪টি শেয়ার হয়। আর সকালের দেয়া স্ট্যাটাসে এক ঘণ্টায় ১২৫ লাইক সাতটি কমেন্ট ও চারটি শেয়ার হয়।
বাংলা৭১নিউজ/সিএফ