ক্ষমতাসীন আওয়ামী লীগের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছয় মহানগরে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনরোষের ভয়ে ওবায়দুল কাদের সাহেবরা ঘরে বসে হুঙ্কার দিচ্ছেন।’
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই হুঙ্কার দিয়ে লাভ নেই। আপনাদের জারিজুরি সব ক্রমাগতভাবে ফাঁস হচ্ছে। জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে বর্তমান শাসন সম্পূর্ণ গণতন্ত্রবিবর্জিত এবং মাফিয়াদের দ্বারা পরিচালিত।’
রিজভী বলেন, ‘গতকাল ছয় মহানগরে সমাবেশের জন্য কর্মসূচি ঘোষণা করেন গত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এই সমাবেশের উদ্দেশ্য নির্বাচনী অনিয়মের প্রতিবাদ করা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি। বিএনপির প্রতিটি সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। গতকালও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা সুস্পষ্টভাবে বলেছেন, উল্লিখিত দাবির পরিপ্রেক্ষিতেই সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এ বক্তব্যেই আওয়ামী সাধারণ সম্পাদক স্বভাবসুলভ হুমকির মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।’
‘ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য প্রচণ্ড অবাক করেছে জনগণকে। সমাবেশের কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়েছেন। আসলে ওবায়দুল কাদের সাহেবরা এখন নিজেদের ছায়া দেখলেই ভয় পাচ্ছেন।’
বাংলা৭১নিউজ/এমকে