সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে ‘শিক্ষার্থীদের পক্ষে ছিলাম বলেই আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি’ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ১১৩ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন কি হয়েছিল পরীমনির সঙ্গে, কেন বেরিয়ে গেলেন? খাস জমির খোঁজে নির্বাচন কমিশন

ভবিষ্যতে সব নির্বাচন নিরপেক্ষ-অংশগ্রহণমূলক হবে: হুইপ স্বপন

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে ভবিষ্যতে সব নির্বাচন, সুন্দর, স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং জন-অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

হুইপ বলেন, একসাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ প্রজাতন্ত্রের সংবিধানের ৭ এর (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‌‘প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷’ সুতরাং কেবল জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের অভিপ্রায় অনুযায়ী আইন-বিধির সীমাবদ্ধতার আওতায় জাতীয় সরকার ও স্থানীয় সরকার পরিচালনা করবেন।

প্রজাতন্ত্রের কর্মচারীরা গৃহীত নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ পরিচালনা করবেন। প্রত্যেক কর্মচারী তার জন্য প্রযোজ্য আইন, বিধি, নীতিমালা অনুযায়ী কার্য সম্পাদন করবেন। জনগণের মালিকানা ও সর্বময় কর্তৃত্ব সর্বদা নিরঙ্কুশ রাখতে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, সুন্দর ও জন-অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

শনিবার (৯ মার্চ) নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, বিদ্যমান নির্বাচন আইন, বিধি ও আচরণ বিধিমালা আরও সংশোধন করে সহজ, যুগোপযোগী এবং অধিকতর জবাবদিহিমূলক ও প্রায়োগিক করা হবে। নির্বাচনে কালো টাকা, পেশিশক্তির ব্যবহার বন্ধ করতে সব ছিদ্র বন্ধ করা হবে। এজন্য নির্বাচন কমিশন, অংশীজন, সিভিল সোসাইটি, সরকার ও সংসদ অভিন্ন উদ্দেশ্যে কাজ করবে।

তিনি আরও বলেন, বিশ্বসেরা সিনিয়র পলিটিশিয়ান, উন্নয়ন বিশারদ, কল্যাণময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ অসামান্য সফলতা অর্জন করেছে। পৃথিবীর বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ আজ বিশ্বের রোলমডেল।

কিন্তু কতিপয় দেশপ্রেমহীন ও দেশবিরোধী গোষ্ঠীর অপপ্রচার ও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের কূটনৈতিক শিষ্ঠাচারবহির্ভূত হস্তক্ষেপ নির্বাচন বিষয়ে বারবার বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। আমরা কোনো ক্ষেত্রেই বাংলাদেশের ভাবমূর্তি নেতিবাচক রাখতে চাই না। এজন্য নির্বাচনী ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে সব ছিদ্র বন্ধ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করা উক্ত রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিটি নির্বাচন অর্থবহ ও প্রশ্নোত্তর করতে সব উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণের ভোটাধিকার সমুন্নত রেখে ষড়যন্ত্রকারীদের সব অপতৎপড়তা অর্থহীন করে তোলা হবে। এজন্য তিনি দেশবাসীকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কালাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম, আক্কেলপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এসব মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজা সুলতানা মলি এমপি, মিনফুজুর রহমান মিলন, অধ্যক্ষ মোকছেদ আলী, আব্দুল মজিদ মোল্লা, ফজলুর রহমান, তৌফিকুল তালুকদার বেলাল, আলহাজ মোকছেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার, মেয়র সিরাজুল ইসলাম, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া সুলতানা, সিরাজুল ইসলাম বুলু, মোস্তাকিম মন্ডল, আলহাজ দুলাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com