বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদের পরিত্যাক্ত একটি ভবনের ছাদ ধসে আহত শিশু সাহেদ মারা গেছে। রোববার সকালে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে শিশুটি মারা যায়।
শনিবার দুপুর দেড়টার দিকে লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পরিত্যাক্ত একটি ভবনের ছাদ ধ্বসে পরে। এই সময়ে ওই বিদ্যালয়ে টিফিন চলছিল। শিশুরা ওই ভবনে খেলাধুলা করার সময় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা প্রথমেই ধ্বংসাবশেসর মধ্য থেকে আহত দুই শিশুকে উদ্ধার করে আহত সাহেদ ও উজ্জলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই গুরুতর আহত সাহেদকে ঢাকায় পাঠানো হয়।
শিশুটির চাচাতো ভাই স্বপন জানান, রাতেই তাকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় চিকিৎসকদের পরামর্শঅনুযায়ী তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/জেএস