সোমবার, ০৬ মে ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

বড় সংঘাতের আভাস ট্রাম্পের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সামরিক যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে তিনি কোরীয় উত্তেজনার ‘কূটনৈতিক সমাধান’ চান বলেও উল্লেখ করেছেন।

আগামী শনিবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ ইঙ্গিত দেন।

৪২ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অবশ্যই তারা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চান। তবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে উত্তর কোরিয়া সরে না এলে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতো আমিও শান্তিপূর্ণ উপায়ে উত্তর কোরিয়া সংকটের সমাধান চাই। এ কারণে সামরিক পথের পরিবর্তে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছি। আমরা কূটনৈতিক উপায়ে সমাধান চাইলেও তা খুব কঠিন।’

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আমি মনে করি, উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সামরিক সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি (কিম জং উন)। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।’

সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংকে ‘খুব ভালো মানুষ’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘শি জিন পিং খুবই ভালো মানুষ। আমি তার সম্পর্কে বেশ ভালো করেই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন।’

উত্তর কোরিয়া প্রশ্নে চীনা প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি জানি, সামর্থের শেষ পর্যন্ত তিনি এ বিষয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন। কারণ চীনা প্রেসিডেন্টও এখানে কোনো সংঘাত দেখতে চান না।’

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইসরাইল-ফিলিস্তিন শান্তিু চুক্তি নিয়েও কথা বলেন। দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাডের প্রায় ১০০ কোটি ডলার পরিশোধ করুক বলে চান ট্রাম্প। তিনি এ সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করারও আভাস দেন।

মার্কিন প্রেসিডেন্ট ইসরাইল-ফিলিস্তিনের শান্তি দেখতে চান বলে জানান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সৌদি আরব নিজেদের অংশের মূল্য পরিশোধ করছে না।

ইসলামি দেশগুলো প্রসঙ্গে ট্রাম্প বলেন, জঙ্গিবাদকে পরাস্ত করতে হবে।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com