বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়।
এসময় স্থানীয়রা ড্রাইভার মানিক হোসেন (৩৬) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানিক জামালপুর সরিষাবাড়ি উপজেলার বাউসি মধ্যপাড়ার হাসান আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসূন নূর সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস