বাংলা৭১নিউজ,ডেস্ক: ব্লু-টুথ প্রযুক্তি কাজে লাগিয়ে গোপনে দূর থেকে অ্যানড্রয়েড ডিভাইসের তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। শুধু তা-ই নয়, চাইলে আশপাশে থাকা অন্য ডিভাইসে মেলওয়্যার পাঠাতেও পারে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘ব্লুফ্র্যাগ’ নামের এ নিরাপত্তা ত্রুটির সন্ধান পান ‘ইআরএনডাব্লিউ’-এর একদল নিরাপত্তা গবেষক। তাঁদের দাবি, ত্রুটিটি কাজে লাগিয়ে ‘অ্যানড্রয়েড ৮ ওরিও’ এবং ‘অ্যানড্রয়েড ৯ পাই’ অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে সাইবার হামলা চালানো সম্ভব। এ জন্য বাড়তি কোনো কোডিং বা প্রগ্রামেরও প্রয়োজন নেই, ডিভাইসের ‘ওয়াই-ফাই এমএসি অ্যাড্রেস’ জানলেই আশপাশের যেকোনো ডিভাইসে মেলওয়্যার আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। সমস্যা সমাধানে অ্যানড্রয়েডের হালনাগাদ নিরাপত্তা প্যাঁচ ব্যবহারের পরামর্শও দিয়েছেন তাঁরা।
বাংলা৭১নিউজ/সূত্র : ইন্টারনেট