বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আজ ঢাকার একটি আদালতে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এখন মামলাটি বিচার শুরু হল বলে আইনজীবীরা বলছেন। অভিযোগ গঠন করে মহানগর দায়রা জজ আদালত আগামী ৪ঠা অগাস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে।
সাম্প্রতিক সময়ে লেখক, ব্লগারদের একের পর এক হত্যার যে ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে এই প্রথম কোনও হত্যা মামলার বিচার শুরু হতে যাচ্ছে।
অভিযোগ গঠনের সময় আদালতে পাঁচজন অভিযুক্তের মধ্যে গ্রেফতার থাকা তিনজনকে হাজির করা হয়েছিল।
তারা হলেন, জিকরুল হাসান, আরিফুল ইসলাম এবং মোঃ: সাইফুল্লাহ। বেলায়েত হোসেন এবং মোঃ: আব্দুল্লাহ নামের দু’জন অভিযুক্ত পলাতক রয়েছে।
আদালত পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অভিযুক্তরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য বলে অভিযোগ পত্রে বলা হয়েছে।
গত বছরের ৩০শে মার্চ ঢাকার তেজগাঁ এলাকায় ব্লগার ওয়াসিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময়ই দু’জন হাতেনাতে ধরা পড়েছিল।
বাংলা৭১নিউজ/এসএইস