বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ব্র্যাক বিশ্ববিদ্যালয় : শিক্ষক ফারহানের অব্যাহতিপত্র প্রত্যাহার, বাধ্যতামূলক ছুটিতে রেজিস্ট্রার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে স্কুল অব ল’ বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদের অব্যাহতিপত্র প্রত্যাহার করে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে রেজিস্ট্রার মুহাম্মদ সাহুল আফজালকে দীর্ঘ ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি সিনিয়র অফিসার মো. জাবেদ রাসেল, সহকারী রেজিস্ট্রার মো. মাহি উদ্দিন পদত্যাগপত্র দিলে সেটিও গ্রহণ করা হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে লাইভে পড়ে শোনান উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব।
বিজ্ঞপ্তিতে বলা আছে, রেজিস্ট্রার সাহুল দীর্ঘ ছুটির আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি অনুমোদন করেছে। ৬ আগস্ট থেকে সেটি কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সিকিউরিটি গার্ডের দ্বারা শিক্ষার্থী হয়রানির যে অভিযোগ আনা হয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় কমিটি সেটি নিয়েও কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সব দাবিই মেনে নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৬ আগস্ট) থেকে পূর্ব-নির্ধারিত সব ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত রোববার (৩০ জুলাই) চাকরিচ্যুতির জের ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহমুদ সাহুল আফজাল ও সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে। ওই সময় ফারহান অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এ অন্যায় তিনি মেনে নিতে না চাওয়ায় তাকে লাঞ্ছিত করা হয়। এরপর শিক্ষক ফারহানের পক্ষে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে একটি তদন্ত কমটিও গঠন করা হয়। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষাতেও অংশ নেয়নি।
শিক্ষার্থীদের এ আন্দোলনে অংশ নেন শিক্ষক ফারহানও। এতে তার বিরুদ্ধে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। পরে তিনি আন্দোলন থেকে নিজেকে গুটিয়ে নেন।
অব্যাহতিপত্র প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় শিক্ষক ফারহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় যে নোটিশ দিয়েছে আমি সেটা দেখেছি। কিন্তু আমি এখনও অফিসিয়ালি ওই চিঠি পাইনি। নোটিশের বক্তব্য নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছি।’
কী ধরনের দ্বিধা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে পর পর দু’টি টার্মিনেশন চিঠি দেওয়া হয়েছিল। কোন চিঠি ও কোন বক্তব্য তুলে নেওয়া হলো, সে ব্যাপারে আমি এখনও ক্লিয়ার নই। আমাকে ২৬ জুলাই একটি চিঠিতে বলা হয়, আমার চাকরির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। পরে ৩০ জুলাই অন্য একটি চিঠিতে বলা হয়, ২৬ তারিখের চিঠির বক্তব্য বাতিল করে এখনই চাকরি থেকে বের করে দেওয়া হলো। ফলে কোন চিঠি বা বক্তব্য প্রত্যাহার করা হয়েছে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com