বাংলা৭১নিউজ, ডেস্ক: রমজান মাসে ব্রিটেনের বাসগুলিতে আল্লাহ্’র প্রশংসা লেখা বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ব্রিটেনে মুসলমানদের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠান এই বিজ্ঞাপন বের করছে বলে খবর দিয়েছে ইভনিং স্ট্যান্ডার্ড সংবাদপত্র।
লক্ষ্য হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধের শিকারদের জন্য তহবিল সংগ্রহ করা।
মুসলিম রিলিফ নামে এই প্রতিষ্ঠানটি বলছে, সুবহান আল্লাহ্ লেখা এসব পোস্টার ব্রিটেনে ইসলাম এবং ত্রাণ সহায়তার বিষয় সম্পর্কে মানুষের মনে ইতিবাচক মনোভাব তৈরি করবে।
লন্ডন, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, লেস্টার এবং ব্র্যাডফোর্ডের বাসগুলিতে চলতি মাসের শেষের দিকে এসব বিজ্ঞাপনের প্রচার শুরু হবে।
জুন মাসের ছয় তারিখ থেকে ব্রিটেনে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/এস