বাংলা৭১নিউজ, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ব্রিজে দু’টি ট্রাকের সংঘর্ষের হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসময় মহাসড়কের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সকালে উপজেলার সূত্রাপুর ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সূত্রাপুর ব্রিজে টাঙ্গাইলগামী পাথারবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট (বাস্ট) হয়ে যায়।
এসময় ওই ট্রাকটির সঙ্গে সামনে থাকা ওপর একটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ব্রিজের মধ্যে ট্রাক দু’টি আড়াআড়ি হয়ে আটকে যায়। এ ঘটনায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ২০ কিলোমিটার এলাকায় জুড়ে যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে মালামাল সরিয়ে রাস্তা সচল করা চেষ্টা করে।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি জানান, একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। অপর ট্রাকটি উদ্ধারের কাজ চলছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এম