ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া সভাপতি ও অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল সাধাণর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সঞ্জিব কুমার দেবনাথ।
এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিলকিস সুলতানা খানম (পপি), সম্পাদক প্রশাসন পদে অ্যাডভোকেট আক্কাস আলী, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী (বাবর), সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক), অ্যাডভোকেট এ এইচ এম মনিরুজ্জামান (সুমন), অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ও অ্যাডভোকেট রাকিব হোসেন করেছেন।
অন্যদিকে অডিটর পদে কোনো প্রার্থী না থাকায় জাকির হোসেন রাসেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন
বাংলা৭১নিউজ/এমকে