বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা গ্রেফতার সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি এ্যানির বিরুদ্ধে করা ৬ মামলা হাইকোর্টে বাতিল ইন্টারপোল ও ক্যাসপারস্কির অভিযানে ৪০ সাইবার অপরাধী গ্রেফতার নাম লোগো পোশাক পরিবর্তন, নতুন আইনে পরিচ্ছন্ন বাহিনী হবে র‌্যাব কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তার নিয়োগ হয়েছে নভেম্বরে খেলার সময় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু ওয়ানডেতে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত আসিফ নজরুলকে হেনস্তা, জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো ৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র জয়া আহসানের প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, তারপর হাসপাতালে ফিরলেন আহতরা হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক শুধু গাছটা কাটতে পেরেছি, শেকড় এখনও উৎখাত করতে পারিনি

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে দুই শিশুসহ মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু সন্তানসহ এক নারী বিষপান করে আত্মহত্যা করেছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা জানা যায়নি।

মৃতরা হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে বিষ খাওয়া অবস্থায় এক নারীকে আনা হয়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছু পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের স্টাফরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ অন্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে রয়েছি। তারা বিষপানে তাদের মত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ ঘটনা তা জানা যায়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com