বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতের সবাই মাইক্রোবাস যাত্রী।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায় নি। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ওসি হুমায়ূন কবির জানান, দুর্ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদর স্বাস্থ্য ককপ্লেক্সে নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যাক্রম চালিয়ে যাচ্ছেন।
বাংলা৭১নিউজ/আরআর