বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বিশ্বরোডের মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চরচারতলা গ্রামের খুরশেদ মিয়ার ছেলে নছর মিয়া (১৭), ফারুখ মিয়ার ছেলে আরমান মিয়া (২০) এবং লোকমান মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সকালে জানান, সিএনজিচালিত অটোরিকশাটি গ্যাস নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় আসে। এ সময় তাতে চালকসহ তিনজন যাত্রী ছিল। মালিহাতায় গ্যাস পাম্পে প্রবেশের সময় অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছর মিয়া নিহত হন।
বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। লাশগুলো নিহতদের স্বজনরা নিয়ে গেছে বলেও জানান ওসি।
বাংলা৭১নিউজ/জেএস