ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হেসেন (৩২)।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আশুগঞ্জ থেকে একটি ট্রাক সরাইল বিশ্বরোড যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরও একজন মারা যান।
তিনি আরও বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ