মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১২ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমির আইল মেরামত নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাই ও ভাতিজার সামনে এক মুক্তিযোদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধার নাম আবদুর রহমান (৭০)। তিনি ওই গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র। ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়ি-ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা রহমানের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশে কৃষি জমির আইল তৈরি করতে যান। এ সময় একই বাড়ির গনি মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৫০) তার ভাই বাবুসহ (৩৫) অন্যান্যরা হাতে বন্ধুক ও রড নিয়ে পিতা-পুত্রকে মারধর করতে থাকেন।

ভাই-ভাতিজাকে মারধরের খবর শুনে মুক্তিযোদ্ধা আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মারধরে বাধা দেন এবং বিস্তারিত জানতে চান। এ সময় গনি মিয়ার মুক্তিযোদ্ধা আবদুর রহমানকেও মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা আবদুর রহমানের মাথায় বন্ধুক ঠেকিয়ে গলা চেপে ধরে মাটির সাথে শুইয়ে রাখে। পরে মৃত্যু নিশ্চিত করে লাশ জমিতে রেখে চলে যান। ঘটনার পরপর বাড়িঘর তালা দিয়ে পালিয়ে যায় ঘাতক কামাল ও তার পরিবারের লোকজন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হই। লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে। পরে মাটিতে পড়ে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধার লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। 

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিহত মুক্তিযোদ্ধা আবদুর রহমানের ছেলে গিয়াস উদ্দিন জানান, জমির আইল মেরামতকে কেন্দ্রকরে আমার বাবাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com