বাংলা৭১নিউজ, ডেস্ক: কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বাদ পড়ার দুই দিন পর কোচের পদ থেকে দুঙ্গাকে বরখাস্ত করা হয়েছে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করার খবর জানায়।
‘আজ বিকালে এক মিটিংয়ে দুই পক্ষের সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে সিবিএফ নতুন টেকনিক্যাল স্টাফ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করবে’।
গ্রুপের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করার পরের ম্যাচে হাইতিকে ৭-১ ব্যবধানে উড়িয়ে শেষ আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছিল ব্রাজিল। কিন্তু তৃতীয় ম্যাচে পেরুর কাছে বিতর্কিত এক গোলে হেরে যুক্তরাষ্ট্রে চলা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো ব্রাজিল।
পেরুর কাছে হারার পর সাংবাদিকদের প্রশ্নে দুঙ্গা জানিয়েছিলেন, তিনি চাকরি হারানো নিয়ে ভীত নন। ব্রাজিল দলকে পুনর্গঠন করার জন্য আরো সময়ের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
২০০৬ সালে প্রথম মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে কোচ হিসেবে অভিজ্ঞতা ছিল না দুঙ্গার। দেশকে ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৯ সালের ফিফা কনফেডারেন্স কাপের শিরোপা জেতান তিনি।
২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল হারার পর প্রথমবার বরখাস্ত হন দুঙ্গা।
দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর লুই ফেলিপে স্কলারিকে সরিয়ে দুঙ্গাকে আবার কোচের দায়িত্ব দেওয়া হয়।
১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের এই অধিনায়ক দ্বিতীয় মেয়াদে শুরুটা ভালোই করেছিলেন। তবে তার রক্ষণাত্মক কৌশল ব্রাজিল সমর্থকদের মন ভরাতে পারনি।
সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। গত বছর চিলিতে কোপা আমেরিকার গত আসরের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে তারা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাজিল; ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
এবার কোপা আমেরিকা থেকে গ্রুপ পর্বেই ব্রাজিল বিদায় নেওয়ায় চাকরিটা আর রাখতে পারলেন না দুঙ্গা।
বাংলা৭১নিউজ/সিএইস