বাংলা৭১নিউজ, ডেস্ক: ঘরের মাঠে এবার স্বর্ণ জয়ের উদ্দেশ্যে অলিম্পিক মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু শুরুর দুই ম্যাচে ভক্তদের হতাশ করেছে তারা।
দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তাদের কোয়ার্টার ফাইনালে উঠার হিসাব নিকাশও অনেক কঠিন হয়ে গেছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ডেনমার্কের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। একই গ্রুপের ম্যাচে একই সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ইরাক।
‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকায় এখন সবার উপরে রয়েছে ডেনমার্ক। তাদের পয়েন্ট ৪। আর প্রথম দুই ম্যাচে গোলশূন্য ড্র করে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।
তৃতীয় অবস্থানে আছে ইরাক। তাদেরও মোট পয়েন্ট ২। আর ১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
ডেনমার্কের বিরুদ্ধে যদি ব্রাজিল জয় পায় তাহলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। আর হারলে বিদায় নিশ্চিত। এই গ্রুপের উভয় ম্যাচ যদি ড্র হয় তাহলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত দশটায় হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই গ্রুপের ম্যাচে একই সময়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।
এই গ্রুপ থেকে পর্তুগাল ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তারা সবার উপরে রয়েছে। আর একটি করে জয় পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে হন্ডুরাস ও আর্জেন্টিনা।
আজ এই দুই দলের মধ্যে যারা জিতবে তারা কোয়ার্টার ফাইনালে উঠবে। আর ম্যাচটি যদি ড্র হয় তাহলে হন্ডুরাসের যাওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলা৭১নিউজ/সিএইস