কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে মো. আতিক হোসেন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভগবতীপুর এলাকায় আতিকের মরদেহ ভেসে ওঠে।
আতিক নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে। এ ঘটনায় তারই কন্যাশিশু আঁখিসহ এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশুদের মধ্যে আপন ভাই-বোন আতিক হোসেন ও আঁখি ছিলো।
সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আতিকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে আতিকের পরিবারকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিখোঁজ চার শিশুর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকী শিশুদের উদ্ধারে ভাটিতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ