শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে ওই ব্যাডমিন্টন খেলায় অংশ নেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার সহযোগী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।
অপরপক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও তার সহযোগী ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আকতারুজ্জামান। খেলা দেখার জন্য মাঠের চারদিকে বহু মানুষ জড়ো হয়।
এবিষয়ে বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু বলেন, শীতের হিমেল বাতাসে কাঁপতে কাঁপতে ব্যাডমিন্টন কোর্টে এসে হাতে র্যাকেট উঠিয়ে পোজ দিতে শুরু করেন শাহরিয়ার আলম।
প্যানেল মেয়র আরও বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে সরিয়ে আনতে যেকোনো খেলাধুলা পছন্দ করেন তিনি। কিন্তু এত ভালো খেলতেন সেটা জানতাম না। এক কথায় অসাধারণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলাকায় আসার পর প্রীতি ব্যাডমিন্টন খেলার জন্য আমন্ত্রণ জানানোর পর তিনি আগ্রহ প্রকাশ করেন। তারপর শুরু হয়ে গেল খেলা।
বাংলা৭১নিউজ/এমকে