বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীতে বসবাসরত ব্যাচেলরদের বাসা ছাড়ার জন্য কোনো নির্দেশনা প্রদান করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ব্যাচেলরদের বাসা ছাড়ার একটি গুজব ছড়িয়ে পড়ার পর ডিএমপি এ বিষয়ে তাদের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে এ তথ্য প্রকাশ করে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মোহাম্মদ তয়াছির জাহান বলেন, এটা গুজব। ডিএমপি এ বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করেনি। তাই এতে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস