মাইক্রো মার্চেন্ট (এমএম) অ্যাপের মাধ্যমে মাইক্রো মার্চেন্ট সেবা প্রদানের লক্ষে ব্যাংক এশিয়া লি. ও ইরা-ইনফোটেক লি. এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও ইরা-ইনফোটেক লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, এফসিএমএ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ, সিআইও জনাব হোসাইন আহমেদ, হেড অব ডিপিসিডি মি. চন্দন নাগ এবং ইরা-ইনফোটেক লি. এর সিটিও তৌহিদুল হক চুক্তি এসময় উপস্থিত ছিলেন। এমএম অ্যাপস্ ব্যবহার করে ব্যক্তি নিজের ও অন্যান্যদের সাথে প্রয়োজনীয় ব্যাংকিং সম্পাদন এবং বাংলা কিউআর এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট দিতে পারবে।
বাংলা৭১নিউজ/এবি