“শত বাধা পেরিয়ে, নারী তুমি এগিয়ে”-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করলো ব্যাংক এশিয়া। এই উপলক্ষে ৮ মার্চ রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক রোমানা রউফ চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালক (প্রস্তাবিত) তানিয়া নুসরাত জামান এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভয়েজ ব্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আরা খানম।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন অঙ্গনে নেতৃত্বদানকারী নারীকর্মীগণ তাদের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেন। অতিথিবৃন্দ নারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে ব্যাংকের নারী কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভাগীয় ও শাখাপ্রধানসহ অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমকে