বাংলা৭১নিউজ,ঢাকা: অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকঋণের সুদের হার এক মাসের মধ্যে একক অংকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যাংকাররা।
আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ (আমানত) ব্যাংকে রাখতে হবে। শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ হল কীভাবে ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করা যায়। শিগগিরই ছোট্ট একটি গ্রুপকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হবে।
নির্বাচনের বছর হলেও এ বছর অর্থনীতিতে স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
সেবা দেওয়ার চরিত্র আরও বাড়ানোর দিকে মনোযোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে আবদুল মুহিত বলেন, সরকারি চাকরির প্রধান উদ্দেশ্য সেবা দেয়া, হুকুম দেয়া নয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির তার বক্তব্যে বলেন, ব্যাংকের উন্নতির জন্য বড় অর্থের লোন দিতে খুব একটা আগ্রহী না হলেও চলবে। তবে ক্ষুদ্র ও মাঝারি লোন বেশি দিতে হবে।
এ মাস থেকে জনতা ব্যাংকের পদোন্নতির কার্যক্রম শুরু হবে। পরিচালনা পর্ষদের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানান ব্যাংকটির চেয়ারম্যান লুনা সামসুদ্দোহা।
বাংলা৭১নিউজ/জেএস