বাংলা৭১নিউজ, ভোলা: ভোলা সদরের পৌর শহরে কাঁচাবাজারের ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. মুসাকে (৫৫) গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পদ্মা মার্কেটের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। মুসা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, গত রাত সাড়ে ১১টার দিকে পদ্মা মার্কেটের দ্বিতীয় তলার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হন মুসা। ওই মার্কেটের ব্যবসায়ীদের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা মুসাকে হত্যা করেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। সুরতহাল তদন্তে দেখা যায়, গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের কিছু দূর থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন ও ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান।
বাংলা৭১নিউজ/এন