বাংলা৭১নিউজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জেস্থানীয় সন্ত্রাসীরা আজিজুর রহমান নয়নসহ তার সহযোগী আলী হোসেনের উপর হামলা চালিয়ে ৫ লাখ ৭০ হাজার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আল-আমিনকে গেস্খফতার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় ঘটে এ ঘটনা।
ব্যবসায়ী আজিজুর রহমান নয়ন জানান, তিনি নয়ন এন্টার প্রাইজের মালিক। দীর্ঘ দিন ধরে সেভেন রিং সিমেন্ট কোম্পানির ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার রাতে শিমুলিয়া এলাকার সিহাব এন্টার প্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ও তার সহযোগী আলী হোসেনকে নিয়ে নিজ এলাকা বেলদীতে যাচ্ছিলেন। বেলদী এলাকায় পৌছাবামাত্র স্থানীয় সন্ত্রাসী আল-আমিন, সাইদুল ইসলাম বাবু ও সুজনসহ কয়েক জন মিলে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় প্রতিবাদ করায় আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আজিজুর রহমান নয়নকে অস্ত্রেরমুখে জিম্মি করে সঙ্গে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা লুটে নেয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত আলী হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটনায় ব্যবসায়ী আজিজুর রহমান নয়ন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিত্বে পুলিশ অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতার করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস