বাংলা৭১নিউজ,ঢাকা : দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যান তিনি। এসময় সেখানে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান।
এরপর নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন।
আজ ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করছে বিএনপি।
এর আগে সকাল ১০টায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাংলা৭১নিউজ/সি